নিউজ ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক আমজাদ খানের
পরবর্তী সিনেমা ‘ নির্দল ‘ এর শ্যুটিং হবে মেদিনীপুর ও শালবনিতে। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত
পাকিস্তানের মালালা ইউসুফের ওপর তৈরি তাঁর সিনেমা ‘ গুল
মাকাই ‘ ইতিমধ্যেই পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি। মুম্বাইয়ের বাসিন্দা হলেও আমজাদ এর জন্ম পশ্চিম
মেদিনীপুর জেলার দাঁতনে।
ইউনাইটেড নেশেন এর গুডউইল আম্বাসাডার তিনি।
সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান , ডিসেম্বরে
শুরু হবে শ্যুটিং। চলবে ৮০ দিন ধরে। বলিউড ও টলিউডের অভিনেতা – অভিনেত্রীদের
পাশাপাশি ১৩০০ কলাকুশলী এতে কাজ করবেন । তাই আমজাদ খানের পরবর্তী সিনেমা নির্দলে
এর শুটিংয়ের প্রস্তুতি কার্যত পশ্চিম মেদিনীপুর জেলায় তিনি
শুরু করে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। শুটিংয়ে আসা অভিনেতা অভিনেত্রীরা ও কলাকুশলীরা
কোথায় থাকবেন তা নিয়েও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে তিনি জানান।