নিউজ ডেস্ক: ভারত নয়, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা খুনে দায়ী চিনের কমিউনিস্ট পার্টির গুপ্তচররা। ভারত-কানাডা কূটনৈতিক সংঘাতের আবহে এবার এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন আমেরিকায় বসবাসকারী চিনা ব্লগার জেনিফর জেং। তাঁর দাবি, পশ্চিমী দুনিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করার উদ্দেশে এমনটা করেছে শি জিনপিং সরকার।
নিজের এক্স হ্যান্ডেলে জেনিফর লিখেছেন, “চিনের কমিউনিস্ট পার্টির এজেন্টদের হাতে খুন হয়েছেন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর। পশ্চিমী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করার উদ্দেশে এমন পদক্ষেপ নিয়েছে জিনপিং সরকার। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিসিপি-র অন্দর থেকে।”
জেনিফর জানান, চাঞ্চল্যকর এই তথ্যটি নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন লাও দেং নামে এক চিনা লেখক। যেখানে তিনি দাবি করেছেন, চলতি বছরের জুনে নিজ্জরের খুনের পরিকল্পনা করার জন্য আমেরিকার সিয়াটেলে একটি বৈঠক করে সিসিপি-এর এজেন্টারা। বৈঠকের প্রধান লক্ষ্যই ছিল আন্তর্জাতিক মঞ্চে ভারতকে একঘরে করে দেওয়া। পরিকল্পনা মাফিক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে খুন করে তারা। বিষয়টি নাকি কানাডা প্রশাসনকে আগেই জানিয়ে দিয়েছিলেন চিনের ওই লেখক। এদিক, জেনিফরের এই অভিযোগ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে চিন সরকার।
উল্লেখ্য, নিজ্জর হত্যা নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডোর অভিযোগের পর কার্যত তলানিতে ঠেকেছে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক। ভারতের তরফে ট্র্যুডোর অভিযোগের ভিত্তিতে সঠিক তথ্য প্রমাণ চাওয়া হলেও এখনও পর্যন্ত তা দিতে পারেনি কানাডা সরকার। এই আবহে চিনা ব্লগারের এমন দাবি পুরো বিষয়ে আরও একমাত্রা যোগ করে দিল, তা বলাই বাহুল্য।