নিউজ ডেস্ক: লাদাখে ভয়ঙ্কর তুষারধসের কবলে ভারতীয় সেনা। এখনও পর্যন্ত মৃত ১ জওয়ান। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে তাঁর মৃতদেহ। নিখোঁজ ৩ জন। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।
সেনা সূত্রে খবর, সোমবার সকালে নিয়মিত প্রশিক্ষণের জন্য মাউন্ট কুনের কাছে যান হাই অ্যাল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল(HAWS) এবং সেনাবাহিনীর আর্মি অ্যাডভেঞ্চার উইং থেকে প্রায় ৪০ জন জওয়ান। পর্বোতারহণের সময় তুষারধসের সম্মুখীন হন জওয়ানরা। বরফের স্তূপের নিচে আটকে পড়েন ৪ জন। সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করা হয়। বরফের স্তূপ সরিয়ে উদ্ধার হয় এক জওয়ানের মৃতদেহ। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে বলে খবর।
তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে ধীরগতিতে চলছে উদ্ধারকাজ।