নিউজ ডেস্ক: অলিম্পিকে এবার
ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস-এ বসছে
অলিম্পিক। সব ঠিকঠাক চললে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই প্রত্যাবর্তন হতে চলেছে
ক্রিকেটের।
১৪ ও ১৫ অক্টোবর মুম্বইয়ে
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মিটিং। সেখানেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এখনও
পর্যন্ত যা খবর, ১২৮ বছর পরে অলিম্পিকে ফিরতে চলেছে
ক্রিকেট। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট দেখা গিয়েছিল।
ইতিমধ্যে ক্রিকেট, বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোস
এবং স্কোয়াশ এই পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে। আপাতত সূত্রের
খবর লস অ্যাঞ্জেলসের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলেও তা টি-টোয়েন্টি ফরম্যাটেই
হতে পারে।
অলিম্পিকে সম্ভবত একাধিক নতুন খেলা অন্তর্ভুক্ত হতে চলেছে। আগে যে ২৮টি খেলার
তালিকা তৈরি করা হয়েছিল, তার মধ্যে ছিল না
ক্রিকেট। কিন্তু জুলাই মাসে আরও নটি খেলার তালিকা তৈরি করে আন্তর্জাতিক অলিম্পিক
কমিটি। সেই তালিকায় ছিল ক্রিকেট। ক্রিকেট-সহ আরও পাঁচটি খেলার তালিকা পেশ করা
হয়েছে। মহিলা ও পুরুষ দুবিভাগেই ছটি করে দল ক্রিকেট খেলার সুযোগ পাবে। র্যাঙ্কিংয়ের
নিরিখে ছটি দল অলিম্পিকে খেলবে।