নিউজ ডেস্ক: নতুন পোশাকবিধি আনতে চলেছে পুরীর জগন্নাথ
মন্দির কর্তৃপক্ষ। তাদের দাবি অনেকেই নাকি মন্দির উপযোগী পোশাক পরছেন না। সমুদ্রসৈকতের
মত হাতাকাটা জামা, ছেঁড়া জিন্স ইত্যাদি পরে নাকি আর মন্দির চত্বরে প্রবেশ করা যাবে
না।
পুরীর মন্দিরের প্রশাসনিক প্রধান
রঞ্জন কুমার দাস জানিয়েছেন, আগামী বছর ১
জানুয়ারি থেকেই দর্শনার্থীদের পোশাকের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। কড়া ভাবে
সেই নিয়ম যাতে পালন করা হয়, তা নিশ্চিত করবেন
কর্তৃপক্ষ। মন্দিরে ছেঁড়া জিন্স, হাতাকাটা জামা অথবা
হাফ প্যান্ট বরদাস্ত করা হবে না। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এমন পোশাক পরাও নিষিদ্ধ হবে পুরীর মন্দিরে।
আলোচনার মাধ্যমে পোশাকবিধি নির্দিষ্ট
করে দেওয়া হবে বলে স্থির করেছেন মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সিংহদ্বারে এবং ভিতরে
নিরাপত্তারক্ষীরা থাকবেন। তাঁরাই দর্শনার্থীদের পোশাকের দিকে নজর রাখবেন। কেউ
আপত্তিকর পোশাক পরে এলে তাঁদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। পোশাক নিয়ে
সচেতনতামূলক প্রচারও চালাবেন কর্তৃপক্ষ।