নিউজ ডেস্ক: গণধর্ষণের পর এবার যৌন নির্যাতনের
অভিযোগ দায়ের
হল টেকনো সিটি থানায়। ১৪ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল
এক বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে। সোমবার রাতে অভিযুক্ত সোহেল রানাকে
গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগুড়ি এলাকায়। আজ ধৃতকে
বারাসাত আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, গত দু‘মাস ধরে নিউ টাউন বালিগুড়ি এলাকায় ভাড়া
থাকছিল বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকার বাসিন্দা সোহেল রাণা নামে এক যুবক। ব্যবসায়িক কাজে বাংলাদেশ থেকে কলকাতা আসে ওই যুবক। অভিযোগ,
নিউটাউন বালিগুড়ি এলাকার যে বাড়িতে সোহেল রানা ভাড়া থাকছিল সেই
বাড়ির মালিকের ১৪ বছরের নাবালিকা মেয়েকে বেশ কয়েকদিন ধরে একাধিকবার যৌন নির্যাতন
করে বলে অভিযোগ পরিবারের। নির্যাতনের পর অভিযুক্ত সোহেল রানা ব্ল্যাকমিল করছিল ও
ভয় দেখাচ্ছিল ওই নাবালিকাকে বলেও অভিযোগ। ভয়ে পরিবারের কাউকে কিছু বলতে পারিনি
নাবালিকা। অবশেষে রবিবার অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। এরপরই পরিবারের কাছে গোটা
ঘটনা জানালে পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ
জানানো হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত
বাংলাদেশী নাগরিক সোহেল রানাকে সোমবার রাতে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ।
আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়।