নিউজ ডেস্ক: বোকা কুমির আর চালাক শিয়ালের গল্প
ছোট বেলায় কে না শুনেছে। তবে এই কুমির বোকা না হলে শহরে আসে? নিজের সাত ছানাকে দেখতে লোকালয়ে ঢুকে পড়েছিল কি না তা জানা নেই। তবে
এই সরীসৃপ প্রানীটিকে দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা। লোকালয়ে
বিশালকৃতির কুমির ঢুকে পড়ায় অনেকে ভয় দরজা জানালা বন্ধ
করে দিয়েছিলেন। ঘটনাটি বর্ধমান শহরের কালনা ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার। সোমবার গতকাল রাত ১.৩০ নাগাদ ১০
ফুটের একটি কুমিরকে দেখা পায় এবং কালনা থানায় খবর দেয়।
কালনা থানায় খবর পেয়ে ওই এলাকায় হাজির হয়। এবং বনদপ্তরকে খবরদেয় । কোন
মানুষের ক্ষতি যাতে না হয় এবং কোন মানুষ কুমিরের ক্ষতি না
করে তার জন্য পুলিশ নজর রাখছিল কুমিরটির দিকে। সুন্দরবন হলে কথা
ছিল তবে বর্ধমানে কুমির এল কী কিরে তা ভেবেই অবাক হচ্ছেন অনেকে। . এই অঞ্চলে অনেকেই জীবনে এই প্রথম বার চোখের সামনে কুমির দেখেছেন। বাড়ির সামনে কুমির হেঁটে বেড়াচ্ছে দেখে সোমবার রাত থেকেই
আত্মারাম খাঁচা হয়েছে আছে সোমবার রাত থেকে। অনেকেই না
ঘুমিয়ে সারারাত কাটিয়েছেন। আর কুমির মহাশয় তাঁদের বাড়ির
আশেপাশে পায়চারি করেছে। বনদপ্তর কুমিরটিকে উদ্ধার করায়
তাঁরা হাঁফ ছেড়ে বেঁচেছেন।
অনেকে মনে করছেন সামনেই ভাগিরথী নদী থাকায় সেখান থেকে কোন ভাবে লোকালয়ে ঢুকে পড়তে পারে কুমির। এর আগেও বিভিন্ন জেলায় কুমির ঢুকে পড়েছে লোকালয়ে। কিন্তু বর্ধ্মানের বাসিন্দারা কসমিন কালেও মনে করতে পারছেন না এই ঘটনা। সুন্দরবনে ও দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝে মধ্যে পুকুরে ঢুকে পড়ে কুমির কিন্তু এই জেলায় কিভাবে কুমির এল তা খতিয়ে দেখছে প্রশাসন।