নিউজ ডেস্ক: ভূমিকম্পের পর থেকেই ধ্বংসস্তূপে পরিণত
হয়েছে গোটা আফগানিস্তান। প্রাণ হারিয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ। ভেঙে পড়েছে প্রায়
২ হাজার বাড়ি। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের মুখপাত্র মুল্লা সাইক
কাবুলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘এখনও অবধি যা পরিসংখ্যান, এই ভূমিকম্পে প্রাণ
হারিয়েছেন ৪ হাজারের উপর মানুষ। আমাদের তথ্য অনুযায়ী প্রায় ২০টি গ্রামের ২ হাজার
বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।‘
গত শনিবার সকালে পর পর ভূমিকম্পে
কেঁপে ওঠে কাবুলিওয়ালার দেশ। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৬.৩।
ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাত প্রদেশ থেকে ৪০ কিমি উত্তর-পশ্চিমে। এই মুহূর্তে
আফগানিস্তানে ৩৫টি উদ্ধারকারী দলের প্রায় হাজার জন উদ্ধারকার্যে নেমেছেন। বিপর্যয়
বিধ্বস্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। তবে দুর্গম এলাকাগুলোতে উদ্ধার কাজ
করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁদের। হতাহতের সঙ্গে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা
হচ্ছে।