নিউজ ডেস্ক: বেটিং অ্যাপ নিয়ে ইডির ডাক পাওয়ার পরেই বদলে গিয়েছে রণবীর কপুরের চালচলন। হঠাৎ করেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে এইবার ঠিক করেছেন মদ ও মাংস খাওয়া ছেড়ে দেবেন তিনি। হঠাৎ এমন পরিবর্তন কেন? আসলে খুব জলদিই নীতিশ তিওয়ারির রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর কপুর। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তাঁর এই সিদ্ধান্ত সেই খবরে সিলমোহর দিয়েছে। রামের চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে শুদ্ধ করছেন তিনি। তবে তিনি শুধু একা নন, এই ছবির সঙ্গে জড়িত গোটা কাস্টকেই এমন স্ব-সংযমিত জীবনধারার শিক্ষা দেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে।
প্রথমে শোনা গিয়েছিল যে, নতুন এই রামায়ণে রাম হবেন রণবীর কপুর এবং সীতার চরিত্রে দেখা যাবে আলিয়াকে। যদিও পরে আলিয়া ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেই সীতার চরিত্রে নাম উঠে আসছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর। আর রাবণের চরিত্রে কেজিএফ তারকা যশ অভিনয় করছেন বলেও শোনা গিয়েছে। ২০২৪ সালের শুরুর দিকে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ফেব্রুয়ারি থেকে অগাস্ট মাস অবধি রামায়ণের শুট চলবে বলে জানা গিয়েছে।
পাবলিক ইমেজের জন্য নয় বরং শ্রী রামের মতো শুদ্ধ এবং পরিচ্ছন্ন বোধ করতে চান অন্তর থেকে তাই শুটিং চলা অবধি রণবীর মদ্যপান ও মাংস খাওয়া ছেড়ে দেবেন বলেই সূত্রের খবর। কাজের সূত্রে, রণবীরকে শেষ দেখা গিয়েছিল ব্রহ্মাস্ত্র ও তু ঝুটি ম্যায় মক্কার সিনেমাতে। আগামী ডিসেম্বরে আসতে চলেছে রণবীরের ‘অ্যানিমেল’। রণবীরের বিপরীতে এই সিনেমায় আরও রয়েছেন অনিল কাপুর, রশ্মিকা মন্দানা এবং ববি দেওল।