নিউজ ডেস্ক: কাজের ব্যস্ততার মাঝেও জিম যেতে ভোলেননা অনেকেই। সকাল বেলা জিম সেরে চট করে রেডি হয়ে অফিস ছুটতে হয়। সময়ের ব্যস্ততার মাঝে সবদিক তাল মেলাতে হিমশিম খেতে হয়। তাই মাঝে মধ্যেই বাদ পড়ে যান স্কিন কেয়ার, আবার কখনো ফ্রেস লাগেনা নিজেকে। কিন্তু জানেন কি অফিসের ব্যাগে কয়েকটি দৈনন্দিন জিনিসপত্র রেখে দিলেই মিলবে সমাধান। টুক করে ফ্রেস হয়ে নিতে পারবেন অফিসের ওয়াসরুমেই।
ডিওডোরেন্ট
ভিড় বাসে অফিস যেতে যেতেই ঘেমে চান হন অনেকেই। সেই থেকে হতে পারে দেহে দুর্গন্ধ। আর তাই অফিসের ব্যাগে অবশ্যই ডিওডোরেন্ট রাখতে হবে। বেশ কিছুক্ষণ গন্ধ থাকবে এরকম ডিও ব্যবহার করতে পারেন।
ফেস ওয়াশ
অফিসের ব্যাগে রাখার জন্য ফেসওয়াস অন্যতম দরকারি একটি জিনিস।
ক্লিনসিং ওয়াইপ
অনেক সময় মুখ ধোয়া মোছা করার জন্য অসুবিধা হয়, সেক্ষেত্রে ভেজা টিস্যু খুব ভালো কাজ দেয়।
ক্রিম
অফিসে সারাদিন এসির মধ্যে থাকতে হয়, সেক্ষেত্রে হাত মুখ শুকিয়ে যায় অনেকখানি। তাই ব্যাগে সবসময় ক্রিম রাখা জরুরি।
লিপ বাম
ত্বকের পাশাপাশি সারাদিন এসিতে থাকলে ঠোঁট ফাটার সমস্যা বাড়ে। এক্ষেত্রে কাজে আসতে পারে লিপ বাম।
ড্রাই শ্য়াম্পু
সকাল বেলা অফিস যাওয়ার আগে শ্যাম্পু করার সময় পান না অনেকেই। আবার সারাদিন রোদে-ধুলোয় চুল চিটচিট করতে পারে। তাই ব্যাগে ড্রাই শ্যাম্পু রাখা ভালো। অফিস ফেরত কোথাও যাওয়ার থাকলে চট করে চুল ফুরফুরে করো ফেলতে পারেন।
ফেস মিস্ট
ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখে ফেস মিস্ট। অফিসে যাতায়াতের সময় রোদে ও ধুলোবালিতে চোখ মুখ শুকিয়ে যায়। তাই সে সময় ফেস মিস্ট ব্যবহার করলে ত্বক উজ্জ্বল দেখায়।