নিউজ ডেস্ক: পুজোর সময় ঘুরতে যাওয়ার জন্য মন উসখুস করছে সকলের। পাহাড়ে ভিড় রয়েছে বেশ তাই পাহাড় এড়িয়ে অন্য কোথায় যাওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা করছেন অনেকেই। পাহাড় পছন্দ হলেও সমুদ্রের ধারও কিন্তু মন্দ নয়। চাইলে পুজোর ডেস্টিনেশন হতে পারে দ্বীপ।
আন্দামান
বইয়ের পাতায় আন্দামানের উল্লেখ রয়েছে প্রচুর। কালাপানি পেরিয়ে বন্দিদের রাখতে হোক বা সবুজদ্বীপের রাজাই হোক। দ্বীপ ঘুরতে যেতে চাইলে আন্দামান প্রথম পছন্দ। তবে জানেন কী ভারতে আরো অনেক এমন দ্বীপ আছে যেখানে বেড়াতে যেতে পারবেন। নির্জন নিরিবিলিতে খুব কম খরচে ঘুরে বেড়িয়ে আসতে পারবেন। তালিকায় রাখতে পারেন এই পাঁচটি দ্বীপ।
মাজুলি দ্বীপ
দ্বীপ শুধু মাত্র সমুদ্রের ধারেই নয় নদীতেও হয়। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ রয়েছে ভারতেই। আসামে ব্রহ্মপুত্র নদের উপর মাজুলি দ্বীপ। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেরা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এই দ্বীপে।
সেন্ট মেরিস দ্বীপ
কর্ণাটকের মালপে থেকে নৌকা করে ঘুরে আসা যায় এই দ্বীপ থেকে। চারটি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপে নারকেল বাগান রয়েছে।
লাক্ষাদ্বীপ
নীল জলের জন্য আন্দামান সেরা হলেও এখন অনেকেরই পছন্দের দ্বীপ আরব সহাসাগরের লাক্ষাদ্বীপ। সেখানেই দিগন্ত বিস্তৃত নীল জলরাশি।