নিউজ ডেস্ক: আর বেশি দিন নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। চারিদিকে এখন ব্যস্ততা নানা থিম, নানা ধরনের আলোকসজ্জা, প্যান্ডেল, নানা বৈচিত্র্য ভরা নানা কিছু। রীতিমত প্রতিযোগিতা চলছে। প্রতিমার নানা
ধরনের সাজসজ্জা থেকে শুরু করে নানা রকম। বিভিন্ন শিল্পী তাদের হাতের ছোঁয়ায় প্রতিমা তৈরি করে করছেন। পাশাপাশি নানা শিল্পী তার হাতের ছোঁয়ায় নানা বৈচিত্র্য
আনছেন। এমনই এক শিল্পী রানাঘাট রামনগরের মানিক দেবনাথ। ১৯৯৫
সাল থেকে তিনি ছোট শিল্পের কাজ শুরু করেন। ইংরেজিতে যাকে বলে মিনিয়েচর।
প্রথম
২০০৩ সালে প্রথম ক্ষুদ্র দুর্গা তৈরি করেন স্লেট পেন্সিল দিয়ে। আমাদের হাতে খড়ি
শুরু হয় স্লেট পেন্সিল দিয়ে। সেই ভাবনা থেকে মানিক
দেবনাথ তৈরি করেন হাফ ইঞ্চির দুর্গা। সেই শুরু। শিল্পীর
হাতের ছোঁয়ায় ক্ষুদ্র বস্তু বদল হয়েছে প্রতিমায়। স্লেট পেন্সিল ছাড়াও নানা ধরনের রং পেন্সিল, দেসলাই, মোম সহ নানান ধরনের জিনিস দিয়ে ১৮ রকমের ছোট দুর্গাপ্রতিমা তৈরি করেছেন মানিক। গত বছর ৫মিলিমিটারের দুর্গা তৈরি করেছিলেন যা কলকাতা রাসবিহারী একটি পুজো
মণ্ডপে স্থান পেয়েছিল।
মানিক দেবনাথ বলেন, “এই বছর ৫ মিলিমিটারের স্লেট পেন্সিল দিয়ে দুর্গা
তৈরি করেছি যা কলকতায় একটি পুজো মণ্ডপে পাঠানোর কথা হচ্ছে।
তৈরি করতে লেগেছে প্রায় দেড় মাস। এই ধরনের কাজ করতে চোখের ওপর চাপ বেশি পরে তাও
চেষ্টা চালিয়ে যাচ্ছি”। ৬২ বছর বয়সী মানিক দেবনাথ ৩৫ বছর থেকে শুরু করেন এই শিল্প। বর্তমানে
বিভিন্ন জায়গায় তার কাজের যেমন সুখ্যাতি হচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী
যাচ্ছে তার এতেই তার আনন্দ। এটাই তার শখ।