নিউজ ডেস্ক: গঙ্গা ভাঙন মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের একাধিক জায়গায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে গঙ্গা ভাঙ্গন ভয়াবহ রূপ নিচ্ছে। কয়েক বছর ধরে বহু বাড়িঘর বিলীন হয়ে গেছে গঙ্গা ভাঙনের কবলে। বিলীন হয়ে গেছে হাজার হাজার বিঘে কৃষি জমি। রাজ্যের তরফ থেকে শুধুমাত্র অস্থায়ী প্রতিরোধে বালির বস্তা ফেলে রাখা হয়েছে। স্থায়ী সমাধান করার কোনরকম হেলদোল নেই কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করলেন আইনের ছাত্র মাসুদ শেখ। অক্টোবর মাসের ১৬তারিখ এই মামলায় প্রথম শুনানি হবে। জনস্বার্থ মামলা হওয়ায় খুশি গঙ্গাভাঙন এলাকার সর্বহারা মানুষরা। কিছুদিন আগেই মাসুদ শেখ সামসেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এলাকা পরিদর্শন করার পাশাপাশি গঙ্গা ভাঙনের সর্বহারা মানুষদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তিনি জনস্বার্থ মামলা করে তাদের হয়ে লড়বেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন তিনি। গঙ্গা ভাঙনে সর্বহারা মানুষদের জন্যমামলা করায় তাঁকে কুর্নিশ জানিয়েছে স্থানীয়রা।