নিউজ ডেস্ক: বিদেশ সফর থেকে ফিরে কার্যত বাড়িতে বন্দি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে হবে মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্ত্রিসভার বৈঠকের ঘটনা শেষ চার দশকে ঘটেনি। তার আগেও কখনও ঘটেছিল কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।
স্পেন ও দুবাই সফর থেকে ফিরে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই রয়েছেন মমতা। বিদেশ সফরের সময়ই তিনি পায়ে চোট পান। তার আগে জলপাইগুড়িতে সভা থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিপর্যয়ের মধ্যে পড়ে। তখনই পায়ে চোট লেগেছিল। চিকিৎসা করার পর সুস্থ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আবারও চোট লাগায় ২৪ সেপ্টেম্বর এসএসকেএমে চিকিৎসা করান। তারপর থেকে বাড়িতেই রয়েছেন। নবান্নেও যাননি। বাড়ি থেকেই প্রশাসনিক কাজকর্ম দেখভাল করছেন। পুজোর আগে এবার বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন।
তবে কবে এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বাড়িতে মন্তিসভার বৈঠক করেছেন তা বিশেষজ্ঞরা মনে করতে পারছেন না। প্রাক্তন আমলাদের স্মৃতিতেও নেই। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য কখনও বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডাকেননি। সিদ্ধার্থ শঙ্কর রায় এমনটা করেছিলেন কিনা তাও নিশ্চিত করে কেউ মনে করতে পারছেন না। মমতা অবশ্য বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করেছেন। কিন্তু বাড়িতে বৈঠক এই প্রথম।