নিউজ ডেস্ক: মহাকাশ গবেষণায় নিজস্ব অবদান
রাখতে নিরন্তর কাজ করে চলেছে ভারত। আরও বড় লক্ষ্যে পৌঁছতে আগেই ‘মিশন গগনযান’-এর
কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে একক মহাকাশযাত্রা
করবে ভারত। আর সেই পথে এগোতে জোরকদমে চলছে প্রস্তুতি। ২১ অক্টোবর প্রথম মহড়া
উড়ান।
২১ অক্টোবর অর্থাৎ ঠিক আর ১০ দিনের
মাথায় গগনযানের প্রাথমিক পরীক্ষা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। গগনযান মিশনকে ভাগ করা হয়েছে দু‘টি ভাগে। মহাকাশচারীদের নিয়ে পাড়ি দেওয়ার আগে ভারতের
মহাকাশ গবেষণা সংস্থা একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে। বেশ কয়েকটি প্রাথমিক টেস্ট
হবে। আগামী বছর চূড়ান্ত মিশনে গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন নভোশ্চররা। চলতি
মাসেই একটি পরীক্ষা রয়েছে গগনযান মিশনের।
মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়ার কাজও
চলছে জোরকদমে। চূড়ান্ত গগনযান মিশনের আগে মনুষ্যবিহীন মহাকাশযান ইসরো পরীক্ষা
করবে। স্ক্রু এস্কেপ সিস্টমের কর্মক্ষমতা প্রদর্শনকারী ফ্লাইট টেস্ট ভেহিকল
অ্যাবর্ট মিশন-১ প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে।
ইসরোর তরফে মহাকাশচারীদের নিরাপত্তায়
বিশেষ জোর দেওয়া হয়েছে। মিশন শেষে তাঁরা যাতে আবার পৃথিবীকে নির্বিঘ্নে ফিরে আসতে
পারে মাথায় রাখা হচ্ছে সেই বিষয়টি। আর এর জন্য চূড়ান্ত মিশনের আগে একাধিকবার
পরীক্ষামূলক মিশন করবে ইসরো। আর সেই পরীক্ষামূলক মিশনের একটি অংশ ২১ অক্টোবর
সম্পন্ন হবে। এই মিশনের মাধ্যমে দেখা হবে কী ভাবে মহাকাশচারীরা নিরাপদে আবার
পৃথিবীতে নেমে আসতে পারবেন।