নিউজ ডেস্ক: বাবা মারা যাওয়ার পর থেকেই দুই ভাইয়ের মধ্যে বাড়ির ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল। বাড়ির সীমানা নিয়ে গন্ডগোলের জেরেই দাদাকে লক্ষ্য করে গুলি ছুড়ল ভাই। হাসপাতালে নিয়ে গেলে দাদা মহম্মদ নিজামুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্ত ভাই কলিমুদ্দিন পলাতক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের করণদিঘিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় বাড়ি নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। বচসা থেকে তা হাতাহাতিতে পৌঁছে যায়। এমন সময় পিস্তল থেকে গুলি ছোড়ে কলিমুদ্দিন। উঠোনেই লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ নিজামুদ্দিন। প্রথমে তাকে করণদিঘির গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়। রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসকেরা নিজামুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মৃতের এক দাদা আবদুল্লা বলেন, “বাড়ি নিয়ে বিবাদের কারণে ছোট ভাই কলিমুদ্দিন গুলি ছোড়ে। কলিমুদ্দিন সিভিক ভলান্টিয়ারের কাজ করে। আগ্নেয়াস্ত্র কীভাবে এসেছে জানি না। নিজামুদ্দিনের বুকে গুলি লাগে। গোপালপুর থেকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে অন্য হাসপাতালে রেফার করে। সেখানে পৌঁছলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন”।