নিউজ ডেস্ক: গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের ‘ভোলে ব্যোম’ রাইসমিলে হানা দিয়েছিল সিবিআই। এ বার নদিয়ার একাধিক চালকল ও আটাকলে ইডি হানা দিল। বুধবার সকালে একাধিক রাইসমিলে পৌঁছে যান ইডি আধিকারিকরা।
নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি শুরু করে। জানা গিয়েছে বাবলা কন্দখোলা সংলগ্ন শান্তিপুর বাইপাশের ধারে ইএসএস জিইই রাইসমিলে ইডি হানা দেয়। এরই পাশাপাশি জিকে এগ্রো ফুড প্রোডাকশনের একটি চালকল ও একটি আটাকলেও ইডি আধিকারিকরা ঢুকেছেন। সূত্রের খবর, ওই দুটি কারখানার মালিক সুব্রত ঘোষ নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, ইডির আট আধিকারিক তিনটি গাড়ি নিয়ে জিকে এগ্রো ফুড প্রোডাকশনে আসেন।সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত কারখানা খতিয়ে দেখেন এবং মালিককে জিজ্ঞাসাবাদ করেন।
এরই পাশাপাশি বুধবার সকালে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ভালুকা পুরাতন বাজার এশাকায় কল্যাণ সাধুখাঁ নামে এক ব্যবসায়ীর দোকানে হানা দেয়। ওই ব্যক্তির ভুসি মালের ব্যবসা রয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল পুর নিয়োগ সূত্রেই ইডির এই হানা। পুর নিয়োগের টাকা এইসব কারখানায় লগ্নি করা হয়েছে। তবে অন্য সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক প্রতারণার তদন্তেই এই তল্লাশি।