নিউজ ডেস্ক: শনিবার ইজরায়েলে হামাসের হানায় ঘরছাড়া হয়েছেন প্রায় ৮৮ হাজার
মানুষ। ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। যুদ্ধ পরিস্থিতিতে বোমাবর্ষণ, রকেট হামলায় মারা
গেলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ মধুরা নায়েকের বোন এবং ভগ্নিপতি।
মধুরা নায়েক নিজে একজন ইহুদি। তাই
ইজরায়েলের উপর হামাসের এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি, সমাজমাধ্যমে তিনি দুঃসংবাদ দিয়ে জানান, তাঁর তুতো বোন ওদায়া এবং তাঁর স্বামীকে তাঁদের সন্তানের
সামনেই খুন করেছে হামাসের জঙ্গিরা।
মধুরা সেই ভিডিও বার্তায় বলেন, ‘আমি এক জন ভারতীয় বংশোদ্ভূত ইহুদি। সারা ভারতে আমাদের
সংখ্যা মোটে ৩০০০। অক্টোবরের ৭ তারিখে আমরা আমাদের পরিবারের এক কন্যা ও পুত্রকে
হারিয়েছি। আমার বোন ওদায়া ও তাঁর স্বামীকে ঠান্ডায় মাথায় খুন করছে হামাসের জঙ্গিরা, তাঁদেরই সন্তানের সামনে। যে শোকের মধ্যে দিয়ে যাচ্ছি তা
ভাষায় প্রকাশ করা যাবে না। ইজরায়েল এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
সেখানের শিশু ও মহিলাদের রাস্তায় পুড়িয়ে মারছে হামাসের জঙ্গিরা। রেহাই দিচ্ছে না
বয়স্কদেরও। বেছে বেছে তাঁদেরই খুন করা হচ্ছে।’ হামাসের মত সন্ত্রাসবাদীদের চেহারা
প্রকাশ্যে আনার আর্জি জানান মধুরা।