নিউজ ডেস্ক: নীতেশ তিওয়ারি
পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে একের পর এক খবর প্রকাশ্যে আসছে। এর আগে রাম হিসেবে রণবীর
কাপুর, সীতা হিসেবে সাই পল্লবী আর রাবণ
হিসেবে দক্ষিণী তারকা যশের নাম শোনা গিয়েছিল। এবার চমক হনুমানের চরিত্রে। বি-টাউনে
জোর গুঞ্জন, ছবিতে বজরংবলী হিসেবে দেখা যাবে ‘গদর’-এর
তারা সিং অর্থাৎ সানি দেওলকে।
প্রভাস-কৃতী স্যাননের ‘আদিপুরুষ’
ডাহা ফ্লপ হওয়ার পর থেকেই পরিচালক নীতেশ তিওয়ারি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন।
একবার তো ভেবেই ছিলেন রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি দেবেন। এমনকি, তেমনটাই জানিয়ে ছিলেন রণবীর কাপুরকেও। তবে আপাতত, সে সব দুশ্চিন্তায় ইতি। মনে সাহস সঞ্চয় করে নতুন করে
‘রামায়ণ’-এর কাজ শুরু করতে চলেছেন তিনি।
পরিকল্পনা অনুযায়ীই নীতেশের রামায়ণের
রাম রণবীর এবং সীতা হলেন দক্ষিণী তারকা সাই পল্লবী। রাবণ হিসেবে ‘কেজিএফ’ তারকা
যশের নাম শোনা গিয়েছে। এবার হনুমানের চরিত্রের প্রস্তাব নাকি সানি দেওলকে দেওয়া
হয়েছে। আর তা নাকি ‘গদর’ তারকার বেশ পছন্দ। কথাবার্তা এখন প্রাথমিক স্তরেই রয়েছে
বলে খবর।