নিউজ ডেস্ক: নিহত পাঠানকোট হামলার মূলচক্রী শাহিদ লাতিফ। বুধবার পাকিস্তানের শিয়ালকোট শহরে তাকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয়ের দু’জন আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বলে খবর। উল্লেখ্য, পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য ছিল লতিফ। দীর্ঘদিন ধরে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি তালিকায় নাম ছিল তার।
ভারতীয় গোয়ান্দাদের মতে, ২০১৬ সালের ২ জানুয়ারি জম্মু-কাশ্মীরের পাঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটির হামলার মাস্টার মাইন্ড ছিল এই লতিফ। পাকিস্তানের শিয়ালকোটে বসেই সেই হামলার ছক কষেছিল সে বলে খবর। তার নির্দেশেই পাঠানকোটে হামলা চালায় ৪ জইশ জঙ্গি। শুধু তাই নয়, ১৯৯৯ সালে নেপাল থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান হাইজ্যাকের ঘটনাতেও জড়িত ছিল এই লতিফ।
১৯৯৪ সালে বেআইনি কার্যকলাপ(প্রতিরোধ), ইউএপিএ আইনের অধীনে গ্রেফতার করা লতিফকে। আদালতের রায়ে জেলও হয় তার। ২০১০ সালে সাজা পূরণ হওয়ায় ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে তাকে ফেরত পাঠিয়ে দেয় ভারত সরকার। গোয়েন্দাদের মতে, দেশে ফিরে ফের জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল লতিফ। তবে কে বা কারা তার হত্যার জন্য দায়ী, তা এখনও জানা যায়নি।