নিউজ ডেস্ক: আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের
আচার্য সদন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে।
চাকরি প্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হল আবার। বহু
চাকরি প্রার্থীদের আটক করে বিধান নগর পুলিশ।
বুধবার দুপুরে আপার
প্রাইমারি চাকরিপ্রার্থীরা এসএসসি ভবন অভিযানের ডাক দেয়। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী
মঞ্চের নেতৃত্বে চাকরির দাবিতে তাদের এদিনের অভিযান নামে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। মাথায় ঘট নিয়ে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চাকরিপ্রার্থীরা
মেট্রো স্টেশনের সিঁড়ির ওপরেই বসে পড়ে। সামনেই দুর্গাপুজো। তার আগে ঘট নিয়ে
অভিযান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে চাকরিপ্রার্থীরা। মেট্রো স্টেশনের
বাইরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। আগে থেকেই বিধাননগর পুলিশের বিশাল
বাহিনী ছিল সেখানে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে বলা হলে তারা পুলিশের কথা
শুনতে রাজি হয়নি। এরপর পুলিশের পক্ষ থেকে
তাদেরকে জোর করে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশের তরফ থেকে জানা গেছ এদিনের অভিযানের অনুমতি ছিল না।
সেই কারণেই আন্দলনকারীদের আটক করা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছে তাদের একটি বারের
জন্য পুলিশ আন্দোলন বা প্রতিবাদের জন্য মিছিলের অনুমতি দেয়নি। সবটাই হয়েছে শাসকের অঙ্গুলিহেলনে।
এর আগেও কয়েকবার অবস্থানের অনুমতি চেয়ে পাওয়া যায় নি। অবশ্য আদালতে থেকে অনুমতি নিয়ে
অবস্থানে শামিল হয়েছিল তারা। মুখ্যমন্ত্রী ভোটের আগে তাঁদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। পরে সবটাই মিথ্যে
প্রমাণ হয়েছে দাবি আন্দোলনকারীদের