নিউজ ডেস্ক: উপত্যকায় গুলিবিদ্ধ হয়ে নিহত জওয়ান। কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোট সেক্টরে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় অগ্নিবীর জওয়ানের। তবে তাঁর মৃত্যু ঘিরে রয়েছে ধোঁয়াশা। দুর্ঘটনা না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ।
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে ওই জওয়ানের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সেনা সূত্রে খবর, ছয় মাসের প্রশিক্ষণের পর সেনায় যোগ দিয়েছিলেন অমৃতপাল সিং নামে অগ্নিবীরের ওই জওয়ান। পুঞ্চ জেলার মানকোট সীমান্তে মোতায়েন করা হয় তাঁকে। আর এখানেই উঠছে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, স্বল্প মেয়াদের প্রশিক্ষণের পর কেন পাক সীমান্তে নিয়োগ করা হল ওই জওয়ানকে!
উল্লেখ্য, গত বছর ৪ বছরের স্বল্প মেয়াদে সেনায় যোগদানের জন্য অগ্নিবীর প্রকল্প আনে কেন্দ্রীয় সরকার। জওয়ানদের ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগের কথাও ঘোষণা করে কেন্দ্র। তারপর অগ্নিবীর প্রকল্পে নাম লেখান হাজার হাজার যুবক-যুবতী। সেই নিয়োগের পর এই প্রথম কোনও অগ্নিবীর জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেল।