নিউজ ডেস্ক: ২৩ নয় ২৫ নভেম্বর হবে রাজস্থান বিধানসভার ভোটগ্রহণ। জানাল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার সাংবাদিক সম্মেলন করে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কমিশন। সেই সূচি অনুযায়ী রাজস্থান বিধানসভার ২০০টি আসনে ২৩ নভেম্বর ভোটগ্রহণের কথা ছিল। এবার সেই তারিখটাই বদলে দিল কমিশন। যদিও ভোট গণনায় কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছে কমিশন।
সূত্রের খবর, বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই দিন পরিবর্তনের অনুরোধ করেছিল। এর মধ্যে জোধপুরের বিজেপি সাংসদ পিপি চৌধরিও রয়েছেন বলে জানা গিয়েছে। ২৩ নভেম্বর সে রাজ্যে এত বিয়ের দিন স্থির হয়ে রয়েছে, যার জেরে তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কমিশনকে জানানো হয়েছে, ওই দিনে প্রায় ৫০ হাজার বিয়ে ইতিমধ্যেই স্থির রয়েছে। সে জন্যই দিন পরিবর্তন করা হয়েছে বলে জানালো কমিশন। এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।
Tags: NULL