নিউজ ডেস্ক: বাড়ির সামনে বন্দুক দেখিয়ে ছিনতাই হল লক্ষাধিক টাকা। সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার
কায়স্থপাড়ায়। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বারুইপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে
বারুইপুর থানার পুলিশ।
একটি বেসরকারি
গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার ম্যানেজার কনক বোস ও সহকারী ম্যানেজার ভজন রায়
দুজনেরই বাড়ি বারুইপুর থানা এলাকায়। দুজনেই একই বাইকে কাজ
সেরে মঙ্গলবার সন্ধেবেলায় বাড়ি ফিরছিলেন। ম্যানেজার কনক
বোসের কাছে সারাদিনের গ্যাস বিক্রির প্রায় সাড়ে ৫ লক্ষ ছিল।
সেই টাকা পরেরদিন অর্থাৎ আজ ব্যাঙ্কে জমা করার কথা ছিল। তার
বাড়ি আসার কিছুটা আগে সহকারী ম্যানেজার তার বাইক থেকে নেমে যান। এর পর বাড়ির গলির সরু রাস্তা ধরে এগিয়ে যান কনকবাবু। কিছুটা এসেই দেখেন রাস্তার উপরে তিন যুবক
একজনের মাথায় হেলমেট বাকি দুজনের মুখ রুমালে বাঁধা। কনকবাবু
বাইক থামাতেই একজন তার পিঠে বন্দুক ও আরেকজন গলায় ভোজলি
ঠেকায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ও মানিব্যাগ, ড্রাইভিং
লাইসেন্স, এটিএম কার্ড
নিয়ে চম্পট দেয় দুষ্কৄতির। দুষ্কৄতিরা তাকে ছাড়তেই
চিৎকার করে ওঠেন কনকবাবু। যা শুনে ঘর থেকে বেরিয়ে আসেন
প্রতিবেশীরা। যদিও অভিযুক্তরা বাইক নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। এর
আগে কনকবাবুর কাছ থেকেই ২২শে জানুয়ারী ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। বারবার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাস
ডিস্ট্রিবিউশন সংস্থার ডিলার সৌম্যদীপ্ত পাল জানান বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটায়
ব্যবসা চালানোয় সমস্যা হয়ে উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিহরপুর গ্রাম
পঞ্চায়েতের উপপ্রধান কমল মিত্র। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে
জানান তিনি।