নিউজ ডেস্ক: যুদ্ধকবলিত ইজরায়েলে
আটকে বহু সংখ্যক ভারতীয় নাগরিকরা। ঘন ঘন বেজে উঠছে যুদ্ধের সাইরেন। কান পাতলেই
শোনা যাচ্ছে, মিসাইলের আওয়াজ।
গুলি-বোমা-বারুদের গন্ধ চতুর্দিকে। এরকম পরিস্থিতিতে ভারতে ফেরার জন্য আকুল আর্তি
জানাচ্ছেন তাঁরা। এবার তাঁদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল ভারতীয় দূতাবাস।
ইজরায়েল থেকে ভারতে আসা এবং যাওয়ার
বিমান পরিষেবা আপাতত বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া। এমত অবস্থায় দেশে ফিরবেন কীভাবে? ঘর থেকে বাইরে পা রাখতেও ভয় পাচ্ছেন ভারতীয় পড়ুয়া, কর্মরতরা। এদিকে, ক্রমশই ফুরিয়ে আসছে খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বিপদে কোথায়-কী ভাবে
যোগাযোগ করবেন তা নিয়ে দিশেহারা অবস্থা সকলের।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ইজরায়েলে
আটকে পড়া যে কোনো ভারতীয় নাগরিক বিপদে পড়লে যোগাযোগ করতে পারবেন নিম্নলিখিত নম্বরগুলিতে-
+৯৭২-৩৫২২৬৭৪৮
+৯৭২-৫৪৩২৭৮৩৯২
এই নম্বরগুলি চালু হবে ২৪ ঘন্টা। ভারতের তরফে এই কন্ট্রোল
রুমের সাহায্যেই ইজরায়েল হামাস যুদ্ধের পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হয়েছে।