নিউজ ডেস্ক: হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠীর নৃশংস হামলার সেই সমস্ত ছবি। হাড়হিম করা সেই সমস্ত ভিডিও দেখে রীতিমতো শিউড়ে উঠেছে বিশ্ববাসী। তবে ২৫ বছর বয়সী ইজরায়েলি মহিলার সামনে হার মানতে বাধ্য হয়েছে প্যালেস্তানীয় হানাদাররা।
এক এক করে ৫ জন হামাস জঙ্গিকে একাই নিকেশ করেছেন ইনবল লিয়েবরম্যান। তাঁর প্রচেষ্টায় ও অনুপ্রেরণায় বাকিদের হাতে খতম হয়েছে আরও ২০ জন। প্রাণে বেঁচেছে কিবুতজ নির আম গ্রামের প্রায় কয়েক হাজার নিরীহ মানুষ। ইনবলের সাহসীকতায় গাজা উপত্যকায় একমাত্র এই গ্রামে থাবা বসাতে পারেনি হামাস বাহিনী।
কিবুতজ নির আম গ্রামের নিরাপত্তা প্রধান হলেন ইনবল। গত বছরের ডিসেম্বরে এই পদে আসীন হন ২৫ বছরের এই মহিলা। ৭ অক্টোবর যুদ্ধ শুরু হতেই দলের ১২ জন সদস্যকে নিয়ে যুদ্ধাস্ত্র হাতে তোলেন ইনবল। কোনও কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন যুদ্ধক্ষেত্রে। জঙ্গিরা তাঁর গ্রামের দিকে এগিয়ে এলে প্রবল গুলিবর্ষণ শুরু করেন ইনবল। সম্ভবত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না জঙ্গিরাও। তাই তারা ইনবল এবং তাঁর দলের মুখোমুখি হতে পারেনি। যারা গ্রামে ঢোকার চেষ্টা করেছিল তাদের লাশে পরিণত করেন নিরাপত্তা বাহিনী। পরে গুনে দেখা যায় ২৫ জন জঙ্গি মারা গিয়েছে এই ঘটনায়।
পরে গ্রামটি খালি করে দেয় আইডিএফ। বর্তমানে তেল আভিভের একটি হোটেলে সুরক্ষিত রয়েছেন ইনবল। ৯ অক্টোবর নিজের জন্মদিনও পালন করেছেন তিনি। মেয়র রন হুলদাই তাঁকে সাহসীকতার জন্য অভিনন্দন জানান। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফেও ইনবলের প্রশংসা করা হয়।