নিউজ ডেস্ক: ফের রেল দুর্ঘটনায় মৃত্যু।
লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের পাঁচটি বগি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী
দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জন। বুধবার ১২৫০৬ দিল্লি-কামাখ্যা
নর্থ-ইস্ট এক্সপ্রেস বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত
হয়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছয় উদ্ধারকারী দল। গুরুতর আহতদের পাঠানো হয় পাটনার AIIMS-এ।
দিল্লির আনন্দ বিহার থেকে আসছিল
নর্থ-এক্সপ্রেসটি। অসমের গুয়াহাটির কামাখ্যা
জংশনে পৌঁছনোর কথা ছিল। মাঝপথে লাইনচ্যুত হয় কয়েকটি। ২১টি বগি লাইনচ্যুত হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে আনন্দ
বিহার থেকে ছেড়েছিল ট্রেনটি। কামাখ্যা পৌঁছনোর কথা ছিল ৩৩ ঘণ্টায়। স্থানীয় একজন
জানান, স্বাভাবিক গতিতেই যাচ্ছিল ট্রেনটি।
হঠাৎই তাঁরা বিকট শব্দ শুনতে পান। ধোঁয়া বেরোতে দেখেন ট্রেন থেকে। সঙ্গে সঙ্গে
ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দেখেন, লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। সবচেয়ে খারাপ অবস্থা এসি কোচগুলির। এরই মধ্যে
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, উদ্ধারকাজ
সম্পূর্ণ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। দুর্ঘটনার পূর্ণ তদন্ত করবে রেল।
বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব
একটি বিবৃতি জারি করে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগগুলিকে যতটা
সম্ভব দ্রুত সম্ভাব্য ত্রাণ নিশ্চিত করতে পদক্ষেপ করতে বলা হয়েছে। আরও বলেন, ‘আমি বক্সার ও ভোজপুরের জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথা বলেছি। দ্রুত তাঁদের ঘটনাস্থলে পৌঁছনোর
ও ত্রাণ কাজ করার নির্দেশ দিয়েছি।’