নিউজ ডেস্ক: হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন এক যাত্রী।
আর সেই টিকিট নিয়ে তিনি ওঠেন শিয়ালদা-নিউ দিল্লি রাজধানীতে। সেই কারণে টিকিট পরীক্ষক
জরিমানা চাওয়ায় রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন সেই ব্যক্তি। বাকবিতণ্ডার মধ্যেই পকেট থেকে
রিভলবার বের করে টিকিট পরীক্ষককে গুলি করে বসেন সেই যাত্রী।
যাত্রীর নাম হরপিন্দর সিং। পাঞ্জাবের
গুরুদাসপুর ফটেগর চুরিয়ানের বাসিন্দা। পেশায় সেনাকর্মী। এদিন রাতে ধানবাদ থেকে
রাজধানী এক্সপ্রেসের বি-৮ কোচে চড়েন হরপিন্দর। শিয়ালদহ রাজধানীতে চড়লেও তাঁর টিকিট
ছিল হাওড়া-দিল্লি রাজধানীর। ফলে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করে জরিমানা চান
টিকিট পরীক্ষক। বচসা শুরু হতেই পকেট থেকে রিভলভার বের করে তিনি গুলি চালান টিকিট
পরীক্ষকের উদ্দেশে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রেল পুলিশ ও আরপিএফ জানিয়েছে, কেউই আহত হননি।
একটা গুলি চালানোর পরই কর্তব্যরত
আরপিএফ এসকর্ট বাহিনী তাঁকে ধরে ফেলে। গ্রেফতার করে রেল পুলিশের হেফাজতে তুলে
দেওয়া হয়েছে। কিছুদিন আগে ওয়েস্টার্ন রেলে আরপিএফ কর্মীর গুলি চালনায় এক আরপিএফ
এএসআই-সহ তিন জনের মৃত্যু হয়েছিল। ফের রাজধানীর মতো ট্রেনে এই ঘটনায় নিরাপত্তা
নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরা। আতঙ্কিত যাত্রীদের কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়
অন্য কামরায়। এরপর বাড়তি আরপিএফ ও জিআরপি প্রহরায় ট্রেনটিকে দিল্লি অভিমুখে নিয়ে
যাওয়া হয়।