নিউজ ডেস্ক: সাইরেনের আওয়াজ, শহরের দিকে ধেয়ে আসা রকেট, মর্টার শেলের শব্দে ঘুম উড়ে গিয়েছিল তাঁদের। এই প্রথম এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁদের। তবে দেশে ফিরে অনেকটাই স্বস্তি পেয়েছেন তাঁরা। শুক্রবার সকালে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যুদ্ধের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় নাগরিকরা।
এক শিশু সহ ২১২ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছে ‘অপারেশন অজয়’-এর প্রথম বিমান। আগতদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। আতঙ্কের পরিস্থিতি থেকে ফিরে যুদ্ধের বিভীষিকার কথা জানিয়েছে ভারতীয়রা। তবে কঠিন পরিস্থিতিতে দূতাবাস সবসময় তাঁদের পাশে থেকেছে। যুদ্ধ শুরুর তিনদিনের মধ্যে অপারেশন অজয় শুরু করায় ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার রাতে তেল আভিভ থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিশেষ বিমান নয়া দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরই এক্স হ্যান্ডেলে ইজরায়েল থেকে ফেরত আসা ভারতীয়দের একটি ছবি পোস্ট করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Tags: NULL