নিউজ ডেস্ক: এক সময় এই গ্রাম পঞ্চায়েত উন্নয়নের নিরিখে জাতীয় স্তরে উপরের
দিকে ছিল। আজ অবশ্য উল্টো ছবি। খাতায় কলমে পাকা রাস্তা হয়েছে। গ্রামবাসীরা সেই রাস্তা
খুঁজতে গিয়ে দেখেন দুই দিকে ধান মাঠ। মাঝে হাঁটু অবধি জল কাদা। পঞ্চায়েত প্রধান স্বীকার
করেছেন দুর্নীতি হয়েছে। বাবুরমহল গ্রামপঞ্চায়েতের প্রধান
সরস্বতী নাইয়া দুর্নীতির অভিযোগ স্বীকার করে জানান, “আগের বোর্ড টাকা খেয়েছে। আমরা
জানতে পেরেছি তিন লাখের উপর টাকা বন্টন হয়েছে কিন্তু রাস্তা হয়নি। মানুষ ক্ষুব্ধ। বিডিওর
সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব”।
বিরোধীদের অভিযোগ এক সময় দেশের সেরা গ্রাম পঞ্চায়েত আজ তৃণমূলের
আমলে হয়েছে দুর্নীতিতে সেরা। জেলা কমিটির দায়িত্বে থাকা বিজেপি নেতা বিকাশ মণ্ডলের
অভিযোগ, “ঠিকাদার সংস্থার সঙ্গে তৃণমূলের নেতা মিলেমিশে টাকা খেয়েছে। ৩ লক্ষ ৩৮ হাজার
টাকা উধাও হয়ে গেছে, রাস্তা একচুল হয়নি। সিপিএম আমলেও এই কাজ হয়নি। খাতায় রাস্তা অথচ
রাস্তায় জায়গায় জল কাদা। মানুষ ট্যাক্স দেবে কিন্তু রাস্তার টাকা খাবে তৃণমূল। এটা
চলতে পারে না”।
কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের বহু
রাস্তা কাগজে-কলমে কংক্রিটের ঢালাই রাস্তা বলে চিহ্নিত করা আছে বলে অভিযোগ
বিরোধীদের। অথচ সেই রাস্তা কোথাও এক হাঁটু জল কোথাও আবার খেতের
মাঝে যেন পুকুর হয়ে আছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য ও
ঠিকাদার সংস্থার যৌথ উদ্যোগে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ। বাবুর মহল কিংকর বাজখাঁর পুকুর
থেকে রামচন্দ্র বাজখাঁর বাড়ি পর্যন্ত কংক্রিটে ঢালাইয়ের জন্য ৩ লাখ ৩৮ হাজার টাকা
হাপিস হয়েছে অথচ সেখানে এক হাঁটু করে জল পেরিয়ে সাধারণ মানুষ থেকে
সবকিছু কষ্টের মধ্যে চলতে হচ্ছে। প্রশাসনের কাছে জানিয়ে কোন ফল হয়নি।
কুলপির বিধায়ক যোগ
রঞ্জন হালদার বলেন, “ যদি কথাও দুর্নীতি হয়েছে বলে বলে মনে হয় তাহলে সঠিক জায়গায়
অভিযোগ করা হোক। প্রশাসন ব্যবস্থা নেবে”। এলাকাবাসীর দাবি অবিলম্বে তাদের
রাস্তা তৈরি করে দিক প্রশাসন। আর উপযুক্ত শাস্তি দিক তাঁদের, যারা এই টাকা তুলে নিয়েছে। বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকা ঘুরে
গ্রামবাসীদের অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন। বিজেপি নেতারা কটাক্ষের সুরে
বলছেন, আজ গোটা বাবুর মহল গ্রাম পঞ্চায়েতের মানুষ লজ্জিত। কারণ এই
গ্রাম পঞ্চায়েত একসময় কেন্দ্রীয় সরকার থেকে সেরা গ্রাম পঞ্চায়েতের সম্মান
পেয়েছে। আজ সেখানে সেরা চোরের গ্রাম পঞ্চায়েতের সম্মান পেতে চলেছে। এর চেয়ে বড়
অসম্মান আর কি হতে পারে।