নিউজ ডেস্ক: আগামীকাল শনিবারই হাইভোল্টেজ ম্যাচ। ভারত
বনাম পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ।
তার আগে থেকেই কড়া নিরাপত্তার বেষ্টনী আহমেদাবাদ জুড়ে। ভারত, পাকিস্তান দু’দলই ম্যাচ
জেতার জন্য মরিয়া। এর আগে দু’দুটো ম্যাচেই জয় ছিনিয়ে এনেছে ভারত এবং পাকিস্তান দু’দলই।
ফলে শনিবার আহমেদাবাদের মাটিতে যে ঝড় উঠতে চলেছে তা ধরে নেওয়াই যায়।
রোহিতদের
এ বার আরও বড় পরীক্ষা। প্রতিপক্ষ পাকিস্তান। তার চেয়েও বড় প্রতিপক্ষ প্রত্যাশার
চাপ। বিশ্বকাপের সূচি প্রকাশের পরই অপেক্ষা ছিল এই ম্যাচের। শনিবার
ভারত-পাকিস্তান। মানসিক প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই। এর আগে
একদিনের বিশ্বকাপে পাকিস্তানকে ৭ বার পরাজিত করেছে ভারত। এশিয়ার
সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ। ভারতীয় ক্রিকেটারদের জন্যও চ্যালেঞ্জ। এত
সমর্থকের সামনে হাইভোল্টেজ ম্যাচে স্নায়ুর চাপ ধরে রাখা। যদিও ভারতীয় দলের
ক্রিকেটারদের চোখে-মুখে কোনও চাপের অভিব্যক্তি নেই। দু-ম্যাচ জিতে খোশমেজাজেই
রয়েছেন বিরাটরা। ভারতের জেতার সম্ভাবনা নিয়ে কোনো সন্দেহই নেই অনুরাগীদের।
খুব কষ্ট করেই টিকিট কেটেছেন
অনেকে। অনেক চেষ্টার পর টিকিট পেয়ে আনন্দ আর ধরছে না অনুরাগীদের। এরই মাঝে বৃহস্পতিবার দুপুর নাগাদ আমেদাবাদে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা।
বিমানবন্দরে অনেকে সেলফি তোলারও চেষ্টা করেন ক্রিকেটারদের সঙ্গে। হাতে গোনা
কয়েকজনের মনোবাসনাই পূর্ণ হল। জসপ্রীত বুমরা, রোহিত, অশ্বিন, হেড কোচ রাহুল দ্রাবিড়। দল এ দিন পৌঁছলেও তারকা ওপেনার
শুভমন গিল বৃহস্পতিবারই চেন্নাই থেকে
আমেদাবাদে পৌঁছেছেন। আইপিএলের সৌজন্যে তাঁর দ্বিতীয় বাড়ি আমেদাবাদ। নরেন্দ্র মোদী
স্টেডিয়াম তাঁকে খালি হাতে ফেরায় না। আজ, অনুশীলনেও নামার কথা শুভমনের। গত কাল ঈশান কিষাণও ম্যাচ শেষে জানিয়েছেন, শুভমন অনেকটাই ফিট। শুক্রবারই ভারতীয় দলের
চূড়ান্ত অনুশীলন। অপেক্ষা থাকবে, শুভমনও টিমের সঙ্গে অনুশীলনে নামেন কিনা। তাঁকে পাকিস্তান
ম্যাচে পাওয়া গেলে, টিম ইন্ডিয়া
নিঃসন্দেহে আরও আত্মবিশ্বাস পাবে।