নিউজ ডেস্ক: মহালয়ার আগের দিন কিছুটা স্বস্তির কথা শোনাল আবহাওয়া দফতর। শুক্রবারই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদার বেশ কিছুটা অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে বর্ষা এখনও বিদায় নেইনি। পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে তাও স্পষ্ট করে দিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নবমী পর্যন্ত বৃষ্টি ব্যাঘাত ঘটাবে না। দশমীর দিন কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটাও ক্ষীণ। কার্যত পুজোর আগে থেকে দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া
১৭ থেকে ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। ২১ থেকে ২৪ অক্টোবর উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া।
পুজোয় দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে পুজোর আগে ১৭ ও ১৮ অক্টোবর আকাশ মেঘলা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। ২১ ও ২২ অক্টোবর দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ২৩ ও ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সেই সম্ভাবনাও খুব কম। আবহাওয়া দফতর জানাচ্ছে ২০ অক্টোবরের পর তাপমাত্রা কমবে। তবে পুজো নিয়ে যে উন্মাদান বাঙালির সেখানে বৃষ্টির প্রভাব থাকছে না।