নিউজ ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলায় এই নির্দেশ। আদালত রুল জারি করায় পরবর্তী শুনানির দিন ২৪ নভেম্বর রাজীব সিনহাকে হাইকোর্টে হাজিরা দিতে হবে।
পঞ্চায়েত ভোটের সময় আদালত ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। এজন্য বিএসএফের একজন নোডাল অফিসারও ঠিক করে দেওয়া হয়েছিল। তারপরেও বাহিনী মোতায়েন নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে নালিশ করেছিল বিরোধীরা। এমনকী রাজ্য নির্বাচন কমিশনারেরর উপর অসন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মামলার শুনানিতে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ উঠেছে। এরপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ রুল জারি করে। এর ফলে রাজীব সিনহাকে ২৪ নভেম্বর সশরীরে এজলাসে হাজির হয়ে বিচারপতিদের প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে। এই রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী।