নিউজ ডেস্ক: মহালয়ার সকালে বিধ্বংসী আগুন রাজ্যে। শনিবার সকাল ৭টা নাগাদ হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে তেলের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন বলে খবর। গোডাউনে আগুন লাগার কারণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কে এলাকাবাসী এবং গোডাউনের কর্মচারীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে গোডাউনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে কারখানার বাইরেও ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। স্থানীয় এবং কারখানার কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন।
ইতিমধ্যেই আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কারখানার কয়েকজন কর্মচারী বলে খবর। কীভাবে কারখানায় আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে আশেপাশে প্রচুর ফ্যাক্টরি এবং গোডাউন থাকায় যেকোনও সময়ে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দমকলকর্মীরা। এদিকে, গোডাউনে বিভিন্ন রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে পরিস্থিতি বুঝে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।