নিউজ ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে ভারত-পাকিস্তান। আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে অনায়াসে হারিয়েছে ভারত। বিশ্বকাপ অভিযান ছন্দে রয়েছেন রোহিত, বিরাটরা। তাই শনিবারের ম্যাচে আত্মবিশ্বাসী মেন ইন ব্লু। অন্যদিকে পাকিস্তানও শুরুর পরপর দুই ম্যাচে জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাড়া করে ৩৪৫ রান করে জয় পায়। বিশ্বকাপে পরে ব্যাট করে এত রান ধাওয়া করে ম্যাচ জেতার রেকর্ড করে ফেলেছেন বাবররা। তাই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। আবার বিশ্বকাপে একদিনের আন্তর্জাতিকে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। এবারেও জয়ের লক্ষ্যে মাঠে নামবেন না বিরাট কোহলিরা। আমেদাবাদে ম্যাচ শুরু হবে দুপুর দুটোয়। তার আগে দর্শকেরা স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। চরম উত্তেজনায় ফুটছে আমেদাবাদ।
ভারত-পাকিস্তান ম্যাচ ফ্রিতে সরাসরি দেখা যাবে ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar app)। টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেরই ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর অফিসিয়াল ব্রডকাস্টার ডিজনি স্টার। তারাই ঘোষণা করেছে বিশ্বকাপের ম্যাচ মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। স্টার স্পোর্টসেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন।