নিউজ ডেস্ক: পুজোর আবহে ভয় ধরাচ্ছে ডেঙ্গি! একসপ্তাহে ১৩৬৭টি নতুন সংক্রমণের রিপোর্ট মিলল কলকাতায়। সপ্তাহখানেক আগে যা ছিল ১১০২। ফলে উৎসবের মরশুমে এই রোগের কারণে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য আধিকারিকদের।
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই রিপোর্ট শহরের সর্বোচ্চ সাপ্তাহিক গণনা। নতুন এই রিপোর্টের সঙ্গে জানুয়ারি থেকে শহরে ডেঙ্গিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২২।
যদিও কলকাতা পুর এলাকার সংক্রমণের পরিসংখ্যান দিলেও বিধাননগর এবং দক্ষিণ দমদমের মতো পার্শ্ববর্তী পুর এলাকার কোনও তথ্য ফিরহাদ দেননি। তবে উর্ধ্বমুখী গ্রাফ দেখে বিশেষজ্ঞ মহলের দাবি, ডেঙ্গির উত্তর ২৪ পরগনাতে ১০ হাজারের কাছে পৌঁছে গিয়েছে সংক্রমণের সংখ্যা। সেইসঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলাগুলিতেও প্রায় ৫ হাজার ছুঁয়ে ফেলেছে এই সংখ্যা।
এদিকে, ডেঙ্গি হলে রিপোর্টে অজানা জ্বর বলে লেখা যাবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। ইতিমধ্যেই ডেঙ্গি সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগণা ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত হয়েছে। পাশাপাশি, সংক্রমণে পুরসভাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ দমদম। এমনকি বিধানসভাগুলির মধ্যেও সংক্রমণে প্রথম স্থান দখল করেছে দমদম। অথচ ডেঙ্গি দমনে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না প্রশাসনের অভিযোগ স্থানীয়দের। শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করা হলেও হাসপাতালগুলিতে দেখা দিয়েছে পর্যাপ্ত বেড ও ওষুধের সংকুলান।