নিউজ ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর ফেরত নেওয়া
ভারতের ঘোষিত নীতি। বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য
আন্দোলন করছে বহু বছর ধরে। এবার পাকিস্তানের সিন্ধ প্রদেশকে ভারতে যুক্ত করার কথা বললেন
ভারতের সব থেকে বড় প্রদেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
গিলগিট বালটিস্তান,
বলুচিস্তানে পাক বিরোধী প্রদর্শন চলছে দীর্ঘ
দিন ধরে। পাক সেনার অত্যাচারের খতিয়ান তুলে ধরে জাতিসংঘে তারা পাকিস্তান থেকে আলাদা
হওয়ার কথা বলেছেন। কাশ্মীর ফেরত নেওয়ার কথা দীর্ঘদিন ধরেই বলে আসছে
ভারতে। প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী
সকলেই বলেছেন সেই দিন আর বেশি দূরে নেই যখন পাক অধিকৃত কাশ্মীরে ভারতে ঝাণ্ডা উড়বে।
এবার পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ ও উর্বর প্রান্ত সিন্ধু প্রান্তকেও ভারতে অন্তর্ভুক্তি করার দাবি উঠল ভারতে। এবং যিনি এই
কথা বললেন তিনি আর কেউ নন ভারতের সবথেকে বড়
প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদী যোগীর আমলে এমন
অনেক কিছু হয়েছে যা ৭০ বছরে ভাবা যায়নি। এক বিন্দু রক্তপাত
না করেই রাম মন্দিরের নির্মাণ থেকে কাশী বিশ্বনাথ করিডর। এমনকি পাকিস্তানে ঢুকে দুই দুইবার সামরিক অভিযান। কিন্তু এইবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যা বললেন
তা নিয়ে সাড়া পড়েছে দেশজুড়ে।
যোগী বলেন, “৫০০ বছর পর রামমন্দির হতে পারে। তাহলে কেন সিন্ধ ভারতের অঙ্গ হবে না। দরকার আমাদের তরুণ প্রজন্মকে তাঁদের ইতিহাস সংস্কৃতি মনে করানো”। প্রসঙ্গত পৃথিবীর আদিতম সভ্যতাগুলির মধ্যে
অন্যতম সিন্ধু সভ্যতা। সিন্ধু নদের তীরবর্তী বাসিন্দাদের
হিন্দু বলে সম্বোধন করত বিদেশীরা এবং সেই সিন্ধু নদীর তীরবর্তী বাসিন্দা থেকেই
হিন্দুর নামের উৎপত্তি বলে মনে করেন ঐতিহাসিকদের একাংশ। একটা
সময় এই প্রদেশ ভারতেরই অংশ ছিল। কিছুদিন আগেও রক্তপাতহীন অখন্ড ভারতের পরিকল্পনার
কথা জানিয়েছিলেন সংঘপ্রধান মহান ভাগবত। এবার যোগী আদিত্যনাথ এর মুখেও শোনা গেল
সেই একই কথা।