নিউজ ডেস্ক: পাকিস্তান ম্যাচের শুরুতেই ভুল করে বসলেন বিরাট কোহলি। ভুল জার্সি পরে মাঠে নেমেন পড়েন তিনি। আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাটের গায়ে ওই জার্সি দেখা গিয়েছে জাতীয় সঙ্গীত গাওয়ার সময়। কী করে এমন ভুল হল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা ছিল প্রথম থেকেই। এদিন মাঠে নেমে দুই দলের ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গান। সে সময় বিরাটের পরনে যে জার্সি ছিল তার কাঁধের কাছে তিনটি সাদা স্ট্রাইপস দেখা গিয়েছে। যদিও এবারের বিশ্বকাপে ভারতের জার্সিতে কাঁধের কাছে জাতীয় পতাকার রঙের স্ট্রাইপস রয়েছে। এ নিয়েই বিভ্রান্তি দেখা দেয়।
বিরাট ভুল বুঝতে পেরে জার্সি বদল করেন। তবে ততক্ষণে ম্যাচ শুরু হয়ে গিয়েছে। হয়তো কেউ বিষয়টি লক্ষ্য করে বিরাটকে জানান। এরপরই মাঠ ছাড়েন বিরাট। তাঁর পরিবর্তে ইশান কিশন ফিল্ডিং করেন। জার্সি পাল্টে এসে বিরাট আবার মাঠে নামেন।
এমন ভুল কী করে হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তান ম্যাচ নিয়ে কী আলাদা করে ভাবছিলেন বিরাট কোহলি? অনেকে আবার বলছেন এখানে কোহলির কোনও দোষ নেই। কারণ কিট ম্যানেজাররা জার্সি ঠিক করে দেন। ওয়ার্ম আপের পর নির্দিষ্ট জায়গায় কিট ম্যানেজারের রাখা জার্সি পরেই ক্রিকেটাররা মাঠে নামেন।