নিউজ ডেস্ক: বড় সাফল্য ইজরায়েলের! যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যে হামাসের এরিয়াল ফোর্সের প্রধান মেরাদ আবু মেরাদকে নিকেশ করল আইডিএফ। গাজা স্ট্রিপে ইজরায়েলি সেনার এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে তার। স্থানীয় সংবাদপত্র দ্য টাইমস অফ ইজরায়েলের তরফে এমনটাই দাবি করা হয়েছে।
একটি বিবৃতি জারি করে ইজরায়েলি ডিফেন্স ফোর্সের তরফে বলা হয়েছে, শুক্রবার ‘মিশন গাজা’ শুরু করা হয়েছে। হামাস জঙ্গিদের ডেরা লক্ষ্য করে লাগাতার এয়ারস্ট্রাইক চালানো হচ্ছে। ক্রমাগত হামলায় হামাসের কমান্ডো বাহিনীর কয়েক ডজন ডেরা ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। হামলা করা হয়েছে হামাসের সদর দফতরেও। মিসাইল হামলায় মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠনের এয়ারফোর্স প্রধানের।
গত সপ্তাহ থেকে শুরু হওয়া যুদ্ধে হামাস জঙ্গিদের পরিচালনের দায়িত্বে বড় ভূমিকা পালন করে আবু মেরাদ। জানা গিয়েছে, মূলত গাজা স্ট্রিপ থেকে হ্যান্ড গ্লাইডার ও প্যারা গ্লাইডারে করে যেসমস্ত হামাস জঙ্গিরা ইজরায়েলে প্রবেশ করেছিল তাদের নেতৃত্ব দিয়েছিলেন এরিয়াল সিস্টেমের এই প্রধান। সুতরাং, তার মৃত্যুতে বড় সফলতা পেল আইডিএফ, তা বলাই বাহুল্য।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলা রক্তাক্ষয়ী যুদ্ধে প্রাণ হারিয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক সংবাদকর্মী। আহত আল জাজিরা, রয়টার্স, এপি-সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক। রয়টার্স সূত্রে খবর, ইজরায়েল-লেবেনন সীমান্তে লাইভ ভিডিও সিগনালের কাজ করছিলেন ইশাম আবদুল্লাহ নামে ওই সংবাদকর্মী। সেখানেই গোলাবর্ষণে মৃত্যু হয় তাঁর। একই ঘটনায় গুরুতর আহত হন থায়ের আল-সুদানি এবং মাহার নাজেহ নামে আরও সাংবাদিক।