নিউজ ডেস্ক: শহরের অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের উদ্বোধন করতে আজ সোমবার কলকাতায় আসছেন অমিত শাহ। রবিবার সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে এ নিয়ে বৈঠকে বসে বঙ্গ বিজেপি। সংগঠনের শীর্ষ নেতা আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। তার উপর আবার পুজোর কলকাতায়। কীভাবে অমিত শাহের এই সফরকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, তা নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর।
বৈঠকে স্থির হয়েছে, অমিত শাহের এই সফরে বিজেপি কর্মীদের সক্রিয় থাকতে হবে। কোথাও যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সবসময় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। অমিত শাহের গাড়িতে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধায়ক শুভেন্দু অধিকারী।
শিয়ালদহে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে আসছেন অমিত শাহ। বিজেপি নেতা সজল ঘোষের এই পুজোর এবারের থিম রামমন্দির। অযোধ্যায় যে রামমন্দির হচ্ছে, ঠিক তার আদলেই এবার সাজছে কলকাতার লেবুতলা পার্ক। নিঃসন্দেহে প্রথম থেকেই এই পুজো রাজ্যবাসীর মনে একটা আলাদা উন্মাদনা তৈরি করেছে। মহালয়ায় প্যান্ডেলের কাজ সম্পূর্ণ না হলেও বিকেলের পর থেকে ভিড় লক্ষ্য করা গিয়েছে। রবিবার তো সে ভিড় দ্বিগুণ। এবার সেই পুজোর উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে ঘন্টা দুয়েকের সফর অমিত শাহের।