নিউজ ডেস্ক: জোর কলকাতায় হাজির রোনাল্ডিনহো। ব্রাজিলের মহাতারকার ঝটিকা সফর। থাকবেন
২ দিন। তবে এরই মধ্যে একাধিক জায়গায় দেখা যাবে তাঁকে। দেবীপক্ষের শুরুতেই শহরে পা
রাখলেন রোনাল্ডিনহো। ফুটবলের ম্যাজিশিয়ান রবিবার সন্ধেয় কলকাতায় এসে পৌঁছলেন।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
শহরে এসেই
বিমানবন্দরে তাঁর হাতে একটি বিশ্বকাপের রেপ্লিকা তুলে দেন সুজিত বসু। তাঁকে দেখতে
উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। সোমবার সকালে হোটেলে একটি মিট অ্যান্ড গ্রিট
অনুষ্ঠানের পর নিউটাউনে মার্লিন গ্রুপের অ্যাকাডেমির অনুষ্ঠানে যোগ দেবেন
রোনাল্ডিনহো। দুপুর বারোটা নাগাদ রোনাল্ডিনহো বেরিয়ে পড়বেন মন্ত্রী সুজিত বসুর
শ্রীভূমি পুজো মণ্ডপের উদ্দেশ্যে।
শ্রীভূমি থেকে বেরিয়ে
যাবেন উত্তর কলকাতার আহিরিটোলা যুববৃন্দের পুজা মন্ডপে। ময়দানে মোহনবাগান কর্তা
উত্তম সাহার পুজো বলেই পরিচিত আহিরীটোলা যুববৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার কথা রোনাল্ডিনহোর। তিনি মুখ্যমন্ত্রীকে উপহার
দেওয়ার জন্য নিজের সই
করা জার্সিও সঙ্গে আনছেন। কলকাতা সফর শেষ করে ঢাকাতে যাবেন বিশ্বজয়ী।