নিউজ ডেস্ক: পুজোর মরশুমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানঘর। ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের নকশালবাড়ি চৌড়ঙ্গী বাজারে। আগুনের করাল গ্রাসে পুড়ে ছাই বাজারের ৬০টি দোকান।
জানা গিয়েছে, রবিবার মাঝরাতে চৌরঙ্গী বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে গোটা বাজারে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর দেওয়া হয় নকশালবাড়ি থানা ও দমকল বিভাগে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। কিন্তু দমকলের ইঞ্জিনের জল শেষ হয়ে যাওয়ায় অগ্নিনির্বাপন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। যা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এরপর শিলিগুড়ি থেকে অতিরিক্ত ইঞ্জিন আনা হয় আগুন নেভানোর জন্যে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কী থেকে এই আগুন আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি দমকল বিভাগ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন জেলা তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পাশে থাকার আশ্বাসও দেন। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে পুজোর আগে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের, তা বলাই বাহুল্য।
কয়েকদিন আগে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছিল হাওড়ার এক তেলের গোডাউনে। ব্যাপক ক্ষতি হয় গোডাউনের মালিকের। উৎসবের মরশুমে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে আরও এক আগুনের ঘটনা সামনে এল।