নিউজ ডেস্ক: শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ভারত ও
পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। সেখানে অন্যান্য সেলিব্রিটিদের পাশাপাশি হাজির
ছিলেন উর্বশী রাউতেলাও। ম্যাচ শেষ হওয়ার এক দিন পর গতকাল অর্থাৎ রবিবার উর্বশী দাবি
করেন, খেলা দেখতে গিয়ে ফোন হারিয়েছে তাঁর।
অনুরোধ করেন, কেউ দেখতে পেলে যেন তাঁকে খবর দেন।
এর পরেই শুরু হয় সমালোচনা। কেন টুইট করে ফোনের খোঁজ? ফোনের বিস্তারিত তথ্য জানতে চায় আহেমেদাবাদ পুলিশও। বিতর্কের পরেই অবশেষে
পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী। থানায় অভিযোগ দায়ের করলেন খোয়া যাওয়া ফোন ফিরে
পাওয়ার আশায়।
উর্বশী
জানিয়েছেন, যে ফোনটি হারিয়ে গিয়েছে তা মোটেও
সাধারণ ফোন নয়। আইফোন তো বটেই একই সঙ্গে তা ২৪ ক্যারেটে আসল সোনায় মোড়া, রসিকতা করতে ছাড়েননি নেটিজেনরাও। একজন লিখেছেন, “পেলেও আপনাকে দেব না, নিয়ে নেব।” কিন্তু উর্বশীর চিন্তা কিছুতেই থামছে না। এ দিন অর্থাৎ সোমবারও
ভারত-পাক ম্যাচের ঝলক শেয়ার করে তিনি লেখেন, “এখনও আমি ফোনের অপেক্ষায়’। নায়িকা তাঁর খোয়া যাওয়া ফোন ফিরে পান, এমনটাই চাইছেন সকলে।