নিউজ ডেস্ক: ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। বিশ্বের অন্যতম জনপ্রিয়
এই খেলাটিকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম
একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক
অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে ক্রিকেটকে এলএ ২৮’-তে অন্তর্ভূক্তির
অনুমোদন দেওয়া হয়েছে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল।
তবে এবার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট আয়োজিত হবে।
ইন্টারন্যাশনাল
অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে
সিলমোহর দিল। শুধু ক্রিকেট নয়, ক্রিকেট-সহ
বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর
দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি।
এবারের
এশিয়া কাপে ক্রিকেট ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট
হবে টি-টোয়েন্টি ফরম্যাটেই। শোনা যাচ্ছে, মহিলা ও পুরুষ দুই বিভাগেই ছটি করে দল ক্রিকেট খেলার সুযোগ পাবে। র্যাঙ্কিংয়ের
নিরিখে ছটি দল অলিম্পিকে খেলবে।