দ্বিতীয়ার শ্রীভূমিতেই
তিন কিলোমিটার লম্বা লাইন। গত বছরের স্মৃতি উস্কে দিল দমকল মন্ত্রীর এই পুজো। পরিস্থিতি
সামাল দিতে ময়দানে নামতে হল খোদ পুলিশ কমিশনারকে। সপ্তমী কিংবা অষ্টমী নয়
এই লাইন দ্বিতীয়ার সন্ধ্যে বেলার। তখনও হাজির হননি রোনাল্ডিনহো। বিদ্যা বালান চলে গিয়েছেন
২৪ ঘণ্টা পার হয়েছে। তেমন বড় কেউ আসবেন সেই ঘোষণাও ছিল না। তাও হ্যামলিনের বাশিওয়ালার
পিছনে মুষক বাহিনীর মত সম্মোহিত হাজার হাজার মানুষ ছুটে চলেছে ডিজনিল্যান্ডের আদলে
তৈরি হওয়া মন্ডপ দেখতে। শ্রীভূমির উদ্দেশ্যে কলকাতা, শহরতলী সহ বিভিন্ন জেলা থেকে ছুটে
আসা মানুষের ভীড় লেকটাউনের পরিধি ছাড়িয়ে দক্ষিণে গোলাঘাটা উত্তর বাঙ্গুর অ্যাভিনিউর
সার্ভিস রোডে অপেক্ষারত। সন্ধ্যা বেলাতেই ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে পুলিশ।
Tags: NULL