নিউজ ডেস্ক: মঙ্গলবার তৃতীয়ার দিনেই অঘটন। গোটা শহর যখন পুজোর আনন্দে মশগুল,
সেই সময় অজানা কারণে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দমদমের একটি পুজো মণ্ডপ। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ দমদম নেতাজি সংঘ ক্লাবের
সদস্যদের নজরে আসে তাদের মণ্ডপে আগুন লেগেছে। এরপর সঙ্গে সঙ্গেই তাদের পক্ষ থেকে দমকলকে জানানো
হয়।
দমকলের একটি ইঞ্জিন আছে ঘটনাস্থলে। প্রায় এক ঘণ্টার
চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেলেও ততক্ষণে পুড়ে যায় মণ্ডপের অধিকাংশ কাপড় ও কাঠামো সহ বেশ কিছু অংশ। পুজো
উদ্যোক্তাদের দাবি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, কী থেকে আগুন লাগল এখনও জানা সম্ভব হয়নি। দমদম থানার
পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।
(…বিস্তারিত আসছে)