নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরের শারদাপীঠে স্বাধীনতার ৭২ বছরে প্রথম বার
পুজো হল। এই উপলক্ষে নিজের এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ। ১৯৪৭ সালে পাকিস্তানী জঙ্গী গোষ্ঠীর হামলায় এই মন্দির সম্পূর্ণ রূপে ধ্বংস
হয়ে যায় এই মন্দির। স্বাধীনতার আগে থেকে স্থানীয় বিশেষ জাতি গোষ্ঠীর আগ্রাসনের ফলে
ভঙ্গুর অবস্থায় ছিল শারদাপীঠ। এই মন্দিরে যেতে ভয় পেতেন কাশ্মীরি হিন্দুরা। ধীরে ধীরে
সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়ে যায় এই মন্দির। প্রধানমন্ত্রীকে ২০১৮ সালের পর স্থানীয়
প্রশাসন এবং সাধু সন্তরা চিঠি লেখেন। তার পর এই মন্দিরের পুনরুদ্ধারে উদ্যোগী হয় কেন্দ্র।
চলতি বছর এই মন্দিরের উদ্বোধন করেন অমিত শাহ। নবরাত্রি পালনের পাশাপাশি দীপাবলি পালিত
হবে এই মন্দিরে।
ষষ্ঠ
থেকে বারোশো শতকের মাঝে ভারতীয় উপমহাদেশে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির
বিশ্ববিদ্যালয়। নালন্দা-তক্ষশীলার থেকেও প্রাচীন ওই বিশ্ববিদ্যালয়টি পরবর্তী সময়ে ইসলামিক
আক্রমণের ফলে ধ্বংস হয়ে যায়। পাক অধিকৃত কাশ্মীরে ছিল আসল মন্দির।
তারই আদলে দ্বিতীয় মন্দির নিয়ন্ত্রণ রেখার কাছ তৈরি করা হয়। এক সময়ে
শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হত আজকের টিটওয়াল গ্রাম থেকে। ১৯৪৭ সালে
স্বাধীনতার ঠিক পরেই পাক হানাদারদের আক্রমণে নিশ্চিহ্ন হয়ে যায় টিটওয়ালের শারদা মন্দির।