নিউজ ডেস্ক: শুধরোবে না পাকিস্তান! আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তানি রেঞ্জাররা। জম্মু-কাশ্মীরের আর্ণিয়া সেক্টরে পাকিস্তানিদের গুলিতে গুরুতর আহত সীমান্তরক্ষী বাহিনীর(BSF) দুই জওয়ান।
ঘটনা প্রসঙ্গে বিএসএফ-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৮.১৫ নাগাদ আর্ণিয়া সেক্টরের বিক্রম পোস্টের জওয়ানদের লক্ষ্য করে আচমকাই গুলি চালায় পাকিস্তানি রেঞ্জাররা। গুলিতে আহত হন কর্তবরত দুই জওয়ান। তাঁদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে জম্মুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে দুই জওয়ানের অবস্থা স্থিতিশীল। যদিও পাকিস্তানিদের মোক্ষম জবাব দিয়েছে ভারতও। পাল্টা গুলি চালায় বিএসএফ-এর বাকি জওয়ানরা। তবে ভারতের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১’এর ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশই জম্মু-কাশ্মীর ও আন্তর্জাতিক সীমান্তের অন্যান্য অংশে নিয়ন্ত্রণ রেখায় শান্তিপূর্ণ সহাবস্থানের সিদ্ধান্তে রাজি হয়। সেই ঘটনার পর এই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান।
অন্যদিকে, মঙ্গলবারই পাঞ্জাবের তরন তারান জেলায় সীমানা টপকে ভারতে অনুপ্রবেশ করে এক পাকিস্তানি। বিষয়টি নজরে আসতেই তাকে গ্রেফতার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বিএসএফ। জিজ্ঞাসাবাদে উঠে আসে, ভূল বশত এদেশে প্রবেশ করেছে ওই ব্যক্তি। তল্লাশিতে সন্দেহ মূলক কিছু পাওয়া যায়নি ব্যক্তিটির কাছ থেকে বলেও জানিয়েছে বিএসএফ।