নিউজ ডেস্ক: পূর্ব পরিকল্পনা মতো ইজরায়েলের পথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বুধবার তেল আভিভে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে জর্ডনে আরব দেশের শীর্ষনেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা থাকলেও, সেই বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।
কূটনৈতিক সম্পর্কের জেরে জর্ডনের আম্মানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল জর্ডন, মিশর ও প্যালেস্তাইনি কর্তৃপক্ষের। হোয়াইট হাউস সূত্রের খবর, বৈঠকে ইজরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ প্রসঙ্গে আলোচনার পরিকল্পনা ছিল আমেরিকার। কিন্তু গাজার হাসপাতালে হামলার পর সেই বৈঠকে সায় মেলেনি আরব দেশগুলির। ইতিমধ্যেই বৈঠকটি স্থগিত রাখার কথা জানিয়ে দিয়েছেন জর্ডনের বিদেশমন্ত্রী আয়মান সাফাদি।
উল্লেখ্য, মঙ্গলবার গাজার আল আহলি আরব হাসপাতালে হামলার অভিযোগ ওঠে ইজরায়েলের বিরুদ্ধে। যুদ্ধে আহতদের চিকিৎসা চলছিল হামাস দ্বারা পরিচালিত ওই হাসপাতালে। গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রায় ৫০০ জন মারা গিয়েছে এয়ারস্ট্রাইকে। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু। যদিও রাডারের তোলা ছবি প্রকাশ করে এই হামলার জন্য হামাস বাহিনীকেই দায়ী করেছে ইজরায়েলি সেনা। তাদের দাবি, রাডারের তোলা ছবিতে দেখা গিয়েছে ওই সময় রকেট হামলা চলেছিল। কিন্তু সেই সময় কোনও হামলাই হয়নি আইডিএফ-এর তরফে। বরং ইসলামিক জেহাদিরাই করেছিল ওই হামলা।
তবে গাজার হাসপাতালে হামলার জেরে ঘরে বাইরে কার্যত চাপের মুখে ইজরায়েল ও আমেরিকা। আরব দেশগুলির পাশাপাশি হামলার নিন্দা করেছে ইজরায়েলের পক্ষে থাকা বাকি দেশগুলিও। এই আবহে বুধবারের বৈঠকে বাইডেন-নেতানিয়াহু বৈঠকে কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।