নিউজ ডেস্ক: আজ বুধবার চতুর্থী। পুজোর আমেজে বাঙালি। তবে উৎসবের আমেজে যাতে কোনওভাবেই সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই জন্য তৎপর প্রশাসন। জানা গিয়েছে, শুধুমাত্র অষ্টমী বাদ দিলে (২২ অক্টোবর) অন্যান্য দিনগুলিতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর খোলা থাকছে। দিনভর খোলা থাকতে চলেছে ইন্ডোর, রক্ত পরীক্ষা বিভাগ এবং এমার্জেন্সি।
ডেঙ্গির বাড়বাড়ন্ত কারও কাছে অজানা নয়। পুজোর সময় যাতে ডেঙ্গিতে কেউ আক্রান্ত হলে ভর্তি বা প্লেটলেট সংক্রান্ত বিষয়ে তাঁদের সমস্যা না হয় সেই জন্য তৎপর প্রশাসন। এক্ষেত্রে সাহায্যের জন্য তিনটি নম্বরে ফোন করা যেতে পারে। এই নম্বরগুলি হল ০৩৩২২৮৬১২১২, ৮৩৩৫৯৮৮৮৮৮ (হোয়াটসঅ্যাপ), ৬২৯২২২৩৪১২৬ (বিধাননগর)।
পুজোর সময় শহরের একাধিক বেসরকারি হাসপাতাল খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসান হাসপাতালের তরফে জানানো হয়েছে, তারা আউটডোর বিভাগ ২টো পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং এমার্জেন্সি বিভাগ খুলে রাখবে ২৪ ঘণ্টা। আর অ্যাম্বুলান্সের জন্য ৯০৫১৭১৫১৭১ নম্বরে ফোন করা সম্ভব।
এছাড়াও পিপি পোদ্দার হাসপাতালের আউটডোর সপ্তমী পর্যন্ত সবসময় খোলা থাকবে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বর্হিবিভাগ খোলা থাকবে। এক্ষেত্রে ৮৫৮৫০৩৫৮৪৬ এমার্জেন্সি নম্বরে ফোন করে চাওয়া যাবে সাহায্য। অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করা যাবে ৯০৫১২৭৭৭৩২ নম্বরে।